Ticker

6/recent/ticker-posts

মানুষ কিভাবে ইউটিউব থেকে আয় করে এবং কোন কোন কাজ করলে আপনিও ইউটিউব থেকে আয় করেত পারবেন?

ইউটিউবিং কেন শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন?

প্রথমেই বলে নেই আমি মতিউর রহমান এবং আমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণ ইউটিউব  থেকে আয় করার উদ্দেশ্যে ইউটিউবে ভিডিও আপলোড করি না। এই ভিডিও তৈরি করার পিছেনে একমাত্র কারণ আমার শখ। আমি অনেক আগে থেকেই ভিডিও তৈরি করে থাকি। প্রায় ২০১৬ সাল থেকেই ভিডিও তৈরি করে আসছি। উদ্দেশ্য একটাই অনেক বছর পড় নিজের এই ভিডিও গুলো দেখে ভালো লাগবে।


ইউটিউব থেকে আয়


যাইহোক নিজের শখের বসে তৈরি করা ভিডিও গুলো  দেখালে এখন বেশ ভালোই লাগে। আপনিও চাইলে আপনার শখে কাজটাকে অনলাইনে রেকর্ড করে রাখতে পারেন। আমি আমার শখের বসে ইউটিউবে ভিডিও আপলোড করছি আপনিও চাইলে করতে পারেন কিংবা ব্লগিং করতে পারেন। এটা আপনার ইচ্ছা । 

আমার শখেরে ইউটিউব ভিডিও


ইউটিউব থেকে আপনি কিভাবে আয় করবেন ? 

আপনার ইচ্ছাই থাকে আপনি ইউটিউব থেকে আয় করবেন তাহলে আপনাকে ইউটিউবে প্রতি মনযোগী হতে হবে। আপনি পৃথিবীতে যেই কাজটাই করেন না কেন আপনাকে সবকিছুতেই মনযোগ থাকতে হবে সর্বাত্মক না হলে আপনি পারবেন না। তারপর যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা বিষয়ের উপর ইউনিক একটা দক্ষতা থাকা লাগবে না হলে আপনি পারবেন না। যেমন ধরুণ, আপনি গান গাইতে যানেন, ভালো কবিতা আবৃত্তি করতে যানেন, কিংবা আপনি ওয়েব ডিজাইন করতে পারেন, এরকম যে কোন এক বা একাধিক দক্ষতা বা স্কিল আছে তখন আপনি এই সব স্কিল গুলো আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তা পৃথিবীর মানুষের  কাছে প্রকাশ করতে পারেন। মানুষ জন যদি আপনার এই বিষয়টি সাধরে গ্রহন করে তাহলে আপনার ইউটিউবিং জগৎ সফল হওয়ার সম্ভাবনা থাকে। আার যখন আপনি  ইউটিউবে সফল হবেন তখন মূলতো আপনার আয় করার পথটা উন্মচিত হবে বলে ধরে নিতে পারেন। 

ইউটিউব থেকে আয় করার জন্য তিনটা শর্তঃ

প্রথমতঃ আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। 

দ্বিতীয়তঃ আপনার ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত ভিডিও থাকতে হবে। 

তৃতীয়তঃ আপনার ইউটিউব চ্যানেলটি মানিটাইজ করা থাকতে হবে। 

এখন আপনা প্রশ্ন হবে, 

কিভাবে একটি  ইউটিউব চ্যানেল তৈরি করব?

আপনি যেহেতু ইউটিউব থেকে আয় করতে চান তাই আপনার অব্যশই একটি ইউটিউব চ্যানেল লাগবে। তাহেলে জেনে নেই কিভাবে খুব সহজে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। 

প্রথমে আপনি আপনার মোবাইলে কিংবা কম্পিউটার থেকে ইউটিউবে যাবে। ইউটিবে থাকা আপনার ছবির উপরে ক্লিক করবেন তারপর একটা জায়গায় লেখা দেখবেন যে ক্রিয়েক  ইউর চ্যানেল সেখানে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেল এর নাম দিতে হবে।এবং অকে প্রেস করতে হবে তাহলেই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। 

আমি আমার ব্লগে খুব তাড়াতাড়ি একটা পোষ্ট করব যে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তখন আপনি ‍খুব সহজে শিখে যাবনে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।



তাহলে জেনে নেই কিভাবে ইউটিউব থেকে আয় হয়।

আয় করার জন্য আপনার  একটা ইউটিউব চ্যানেল লাগবে। ধরুন আপনার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে প্রায় ১০০ টার উপরে ভিডিও আছে। এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৪০০ এর উপরে। শুধু তাই না আপনা পঞ্চাশটা ভিডিও তে এক লাখ করে ভিউ হইছে তখন আপনি ইউটিউবকে প্রস্তাব করবেন, যে আমাকে টাক দেন আমি মনে হয় টাকা পাওয়ার যোগ্য। সেই পর্যায়ে ইউটিউব আপনার চ্যানেলে বেড়াইতে আসবে এবং আপনার চ্যানেলটাকে পরির্দশ করে আপনাকে টাকা দিবে বলে একটা প্রতিশ্রুতি দিয়ে চলে যাবে। এবং আপনাকে জানে যে এখন থেকে আপনি টাকা পাবেন। যাইহোক ইউটিউব যখন বলছে যে টাকা দেবে তখন আপনি অবশ্যই টাকা পাবেন।

কথা হইতেছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি টাকা পাইবেন এই কথা সত্য। এই কথা টা বুঝবার জন্য আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি আপনার পরিচিত যে কারো একটা মোবাইল হাতে নেবেন এবং আপনা ইউটিউবে থাকা যেকোন একটা ভিডিও চালু করবেন। এখন কি দেখছেন? হ্যা, এই তো টাই, আপনার ভিডি শুরু হওয়ার আগে ইউটিউব বিজ্ঞাপন দেখাচ্ছে তাই না। এটাই অন্যতম উপায় ইউটিউব থেকে আয় করার। 

যাইহোক মোট কথা হলো ইউটিউব যখন আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেওয়া শুরু করবে তখন থেকে মূলত আপনার ইউটিউব চ্যানেল থেকে আয় হওয়া শুরু হবে তার আগে নয়। 

তাছাড়া আরো বিভিন্ন উপায় আছে ইউটিউব থেকে আয় করার । সে সব বিষয় নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব আমার এই ব্লগে। যখনই নতুন কিছু আলোচনা করব তখনই ব্লগটি  আরো আপডেট করব। 

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আরো কিভাবে টাকা আয় করা যায় সেই চিন্তা করবেন। জীবনের জন্য টাকা অতি গুরুত্বপূর্ণ যদিও টাকাকে আমরা অন্য চোখে দেখি। তারপরও সেই টাকাটা সবার লাগে। টাকা নিয়ে যাত আগে আগে চিন্তা করবেন তোতোই নিজে আগে সমৃদ্ধে হবেন। আমার মতো এভাবে রাত জেগে ব্লগ লিখতে হবে না।

যাইহোক, এতক্ষন ধরে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় থাকলে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং লিংকটিতে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।


আরো কিভাবে আপনি আয় করতে পারেন এই নিচে ভিডিওটি দেখুনঃ



টাটা ভালো থাকবেন, ভালো রাখবেন আবার দেখা হবে। 

Post a Comment

1 Comments

  1. খুব ভালো লাগলো লেখাটা। আমি মনে করি টাকা আয় করার জন্য আমাদেরকে আগে দক্ষতা অর্জন করতে হবে তারপর আয় করার বিষয়টা মাথায় আনতে হবে।

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement